SMS Feeds-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন মোহাম্মদ মোশারাফ হোসেন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:SMS Feeds-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন মোহাম্মদ মোশারাফ হোসেন। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর SMS Feeds-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহন করেন।

এসময় ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিরেক্টর এন্ড সিওও মোহাম্মদ খসরু, জিএম আব্দুল্লাহীল মামুন সহ কোম্পানীর সকল কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। উপস্থিত সকলে নতুন চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি কোম্পানি ও তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।