Agrilife24.com: PVS Group, a leading provider of innovative livestock solutions, has marked a pivotal milestone in its international expansion by successfully penetrating the African market. Mr. Arun Pamulapati, Director of PVS Group, along with Dr. Ajit Jadhav, Head of Techno-marketing, recently embarked on a comprehensive tour to several key African nations, including Uganda, Tanzania, Rwanda, Malawi, Ghana, Nigeria, and Cameroon.

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে উপকূলীয় এলাকায় জলবায়ুসহনশীল কৃষি সম্পর্কে অংশীজনের সাথে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ এপ্রিল নগরীর খামারবাড়িতে অবস্থিত কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে এসআরডিআই এবং কডএইডের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. সুরজিত কুমার সাহা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান এবং এসআরডিআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএফএম মামুন।

কর্ডএআইডির ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. আলমগীর কবীর, ডিএইর অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন, এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আশিক এলাহি, কডএইডের এরিয়া ম্যানেজার (উপককূলীয় এলাকা) অরুন গাঙ্গুলী, কডএইডের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বুলবুল হোসেন, ইরির কর্মকর্তা মানিক দেবনাথ প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় কৃষি বেশ চ্যালেঞ্জিং। তবে সম্ভাবনাও আছে যথেষ্ট। এসব এলাকায় প্রতিকূলসহনশীল জাতগুলো ব্যবহার করলে ফসলের আবাদ এবং উৎপাদন উভয়ই বাড়ানো সম্ভব। তিনি আরো বলেন, আর খোরপোষের কৃষি নয়। এখনকার কৃষি হচ্ছে বাণিজ্যিকীকরণ। তাই এ পেশায় কৃষকরা উৎসাহিত হচ্ছেন বেশ।

 

এগ্রিলাইফ প্রতিবেদক, কক্সবাজার: খ্যাতনামা ফিড কোম্পানি "পুষ্টিরাজ ফিড"-এর সেলস কনফারেন্স–২০২৫-এ "বেস্ট টেকনিক্যাল সার্ভিস অফিসার–২০২৪" হিসেবে স্বীকৃতি পেয়েছেন ময়মনসিংহ জোনের টেকনিক্যাল সার্ভিস অফিসার ডাঃ মোঃ সাফিউল ইসলাম। পুরস্কার হিসেবে তিনি একটি সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং তিন রাত-চার দিনের মালয়েশিয়া ভ্রবনের সুযোগ পেয়েছেন।

বিশেষ প্রতিনিধি: বিক্রয় পরিমাণের ভিত্তিতে ২০২৪ সালের সর্বোচ্চ বিক্রয় কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন হয়েছেন ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান ডেপুটি ম্যানেজার মোঃ ফজলুল করিম সিদ্দিকী। এই অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে কক্সবাজারের সমুদ্রতীরবর্তী হোটেল লং বিচ-এ অনুষ্ঠিত “আরমান ফিডস এন্ড ফিসারিজ সেলস কনফারেন্স ২০২৫”-এ তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।

বিশেষ প্রতিনিধি: আলো, হাততালি আর উৎসাহে মুখর ছিল কক্সবাজারের সমুদ্রপাড়ের লংবিচ হোটেল, যেখানে অনুষ্ঠিত হলো “পুষ্টিরাজ ফিড" সেলস কনফারেন্স ২০২৫”। আর এই মঞ্চেই এক অনন্য অর্জনের স্বীকৃতি পেলেন টাংগাইল জোনের সহকারী ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন।

এগ্রিলাইফ প্রতিবেদক: খ্যাতনামা ফিড ব্র্যান্ড "পুষ্টিরাজ ফিড"-এর আয়োজনে সেলস কনফারেন্স–২০২৫ গত ২৫ ও ২৬ এপ্রিল কক্সবাজারের দৃষ্টিনন্দন হোটেল লং বিচে অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে কোম্পানির বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিক্রয় প্রতিনিধি ও ম্যানেজমেন্ট টিম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "বেস্ট জোনাল ম্যানেজার–২০২৪" পুরস্কার প্রদান।

বিশেষ প্রতিনিধি: সাফল্যের গল্প তখনই অনুপ্রেরণা হয়ে ওঠে, যখন তা পরিশ্রম, নিষ্ঠা ও নিরন্তর লক্ষ্যচিন্তার ফল। আরমান ফিডস-এর রংপুর জোনের এসিস্ট্যান্ট ম্যানেজার তোফাজ্জেল খান ঠিক তেমনই এক গল্পের নায়ক। ২০২৪ সালে অসামান্য বিক্রয় প্রবৃদ্ধি ও গ্রাহক সেবায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয় 'সেলসম্যান অব দ্যা ইয়ার'