BASF বাংলাদেশ-এর নতুন ম্যানেজার (সেলস্ ও মার্কেটিং) মোঃ শাহজালাল সরকার

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: জার্মানভিত্তিক খ্যাতনামা এনিমেল নিউট্রিশন ও ফিড এডিটিভস্ কোম্পানী BASF Bangladesh Ltd.-এর ম্যানেজার (সেলস ও মার্কেটিং), এনিমেল নিউট্রিশন হিসেবে যোগ দিলেন কৃষিবিদ মোঃ শাহজালাল সরকার । আজ রবিবার (২২ সেপ্টেম্বর) তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর পূর্বে তিনি ইনোভা এনিমেল হেলথ্-এ হেড অব সেলস্ পদে প্রায় সাত বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

শাহজালাল সরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএসসি ইন এনিমেল হাজবেন্ড্রি (অনার্স) ডিগ্রী অর্জন শেষে কর্মজীবনে প্রবেশ করেন। তাঁর প্রথম কর্মস্থল ছিল কাজি ফার্মস গ্রুপ. হ্যাচারী ইনচার্জ (২০১৫-১৮)।

কৃষিবিদ মোঃ শাহজালাল সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহন করেন। খামারী থেকে শুরু করে দেশের পোল্ট্রি শিল্পের অত্যন্ত জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব কৃষিবিদ মোঃ শাহজালাল ব্যক্তি জীবনে স্ত্রী, এক পুত্র সন্তানের জনক।

এ শিল্পের সাথে জড়িত সকলের নিকট আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন কৃষিবিদ মোঃ শাহজালাল সরকার ।