পরিবেশকদের কর্মস্পৃহা বাড়াতে রংপুরে এসিআই এনিমেল জেনেটিক্স-এর ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: একটি কোম্পানীর পণ্য বিপনণ ও প্রসারে পরিবেশকদের ভূমিকা অনস্বীকার্য। প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় পরিবেশে ক্রেতা ও ভোক্তার কাছে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কের পরিচিতি এবং যাবতীয় তথ্য তুলে ধরতে বিপণন প্রসার ও যোগাযোগ কার্যক্রম অপরিহার্য। এই কার্যক্রমের মাধ্যমে পণ্যের বাজার সৃষ্টি করা যায় সাথে সাথে ক্রেতা ও ভোক্তাদের সাথে দীর্ঘমেয়াসে সুসম্পর্ক রাখা সম্ভব হয়। সে লক্ষে পরিবেশকদের কর্ম দক্ষতা বাড়াতে এবং তাদের মানোন্নয়নে কাজ করছে এসিআই এনিমেল জেনেটিক্স।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) এসিআই এনিমেল জেনেটিক্স কর্তৃক রংপুরের রুপকথা থিম পার্কে আয়োজিত হল "Beyond The Boundary" শীর্ষক দ্বিতীয় ডিস্ট্রিবিউটর নলেজ আপগ্রেডেশন ট্রেইনিং। ট্রেইনিংটির দায়িত্ব পালন করেন ডা.খোরশেদ আলম (ম্যানেজার-এসিআই ট্রেইনিং ডিপার্টমেন্ট)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা.অরবিন্দ কুমার সাহা (চিফ এডভাইজার,এসিআই এনিমেল জেনেটিক্স),ডা.হিরেশ রঞ্জন ভৌমিক(চিফ এডভাইজার,এসিআই এনিমেল হেলথ),ডা.মনিরুজ্জামান (মার্কেটিং ম্যানেজার),জনাব ইমরান হাসান রানা (সিনিয়র এরিয়া ম্যানেজার), ড.ফজলুর আহসান( ভিএসও) ,ডা.সোহেল রানা (ভিএসও) এছাড়াও উপস্থিত ছিল এসিআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ট্রেইনিং এ উক্ত ডিস্ট্রিবিউটরদেরকে টেকনিক্যাল বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, তাছাড়া কিভাবে সরকারি নীতিমালা মেনে তাদের অধীনস্ত প্রজনন কর্মীদের কাজ করাতে হবে, রেজিস্টার মেইনটেইনের জন্য এসিআই কর্তৃক উদ্ভাবিত নতুন ডিলার ইনভেন্টরি এ্যাপ চালাতে হবে তা শেখানো হয়।

প্রশিক্ষণে ডিলারদের কর্ম দক্ষতা বাড়াতে এবং তাদের মানোন্নয়নের জন্য ডিলার লাইফ ইন্সুরেন্স, ডিলার প্রভিডেন্ড ফান্ড, এনিমেল হেলথ লয়ালিটি কার্ড, স্বপ্ন লয়ালিটি কার্ড, ইয়ামাহা বাইক লয়ালিটি কার্ড-এর সহায়তা বিষয়ক দীর্ঘ আলোচনা হয়।

সারাদিনের প্রশিক্ষন শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রি। এছাড়াও গত বছরের টার্গেট পুরন করেন তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়।