" ফসল সুরক্ষায় কৃষকের পাশে এনসিএল"

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকমঃ " ফসল সুরক্ষায় কৃষকের পাশে এনসিএল" স্লোগান কে সামনে রেখে সব সময় কৃষি ও কৃষকদের জন্য অত্যন্ত নিষ্ঠার সাথে অবিরাম কাজ করে যাচ্ছে NCL Agro এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। দিনাজপুরে এনসিএল এগ্রো এর-৫ টি নতুন বালাইনাশক (পেস্টিসাইড) প্রডাক্ট উদ্বোধনকালে কোম্পানীর উর্ধতন কর্মকর্তাগণ এ প্রত্যয় ব্যক্ত করেন।

কৃষি ও কৃষকদের ও ডিলারদের মাঝে এনসিএল এগ্রো এর-৫ টি নতুন বালাইনাশক (পেস্টিসাইড) পরিচয় করিয়ে দেওয়ার লক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনাজপুরে ব্র্যাক লার্নিং সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেড অফ এগ্রো, এনসিএল, কৃষিবিদ জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার (ডেভেলপমেন্ট) কৃষিবিদ জয়জিৎ বড়ুয়া।

অনুষ্ঠানে আঞ্চলিক পরিবেশক মত বিনিময় সভার পাশাপাশি রংপুর ও দিনাজপুর অঞ্চলের পরিবেশকদের মাঝে এনসিএল এগ্রো-এর ৫ টি নতুন বালাইনাশক (পেস্টিসাইড) প্রডাক্ট উদ্বোধন করা হয়এবং কৃষি ও কৃষকদের সুরক্ষার জন্য ডিলারদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে কোম্পানির ডিলারদের সাথে মত বিনিময় এর মাধ্যমে এনসিএল এগ্রো সব সময় " ফসল সুরক্ষায় কৃষকের পাশে এনসিএল" এই আশাবাদ ব্যক্ত করা হয় কোম্পানির পক্ষ থেকে। অনুষ্ঠানে কোম্পানির আঞ্চলিক সেলস ম্যানেজার ও অফিসারবৃন্দ।

উল্লেখ্য, এনসিএল এগ্রো হলো ন্যাচার কেয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।