প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর উর্ধতন কর্মকর্তাদের এসিআই এনিমেল জেনেটিক্স-এর R&D সেন্টার পরিদর্শন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: গাজীপুরের রাজাবাড়িতে এসিআইয়ের বিশেষায়িত জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার গড়ে উঠেছে। সেখানে গরুর প্রজনন, জাত উন্নয়ন, দুধ ও মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর চলছে। দেশের দুধ ও মাংস উৎপাদনের অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি এসিআই এনিমেল জেনেটিক্স নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

এসিআই এনিমেল জেনেটিক্স-এর এসব কার্যক্রম সরেজমিনে দেখতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২:৩০ এ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিনিধি দল এসিআইয়ের বিশেষায়িত জেনেটিক্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।

জনাব মুহাম্মদ শাহাদাত খন্দকার, উপসচিব (মনিটরিং -০১), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ডা: মো: সেলিম উল্লাহ, ডি.ডি. (এ.আই), জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, গাজীপুর, ডা: নার্গিস খানম, ডি.এল, ও, জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, গাজীপুর, ডা: মো: আশরাফ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, শ্রীপুর, গাজীপুর উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা খামারের ব্যবস্থাপনা, বায়ো সিকিউরিটি, বুল গুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখেন। বুলগুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনায় তাপমাত্রা ও আদ্রতা নিয়ন্ত্রণ করার জন্য অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার সম্পর্কে অবহিত হন। এছাড়া ল্যাবে সিমেন প্রসেসিং করার জন্য জার্মানির অত্যাধুনিক মিনি টিউব ব্যবহার দেখে তারা সন্তুষ্ট হন। সর্বোপরি এয়ার কুলার, একজাস্ট ফ্যান, খাদ্য ব্যবস্থাপনা সহ সামগ্রিক ব্যবস্থাপনা দেখে তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।

কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ব্যবস্থাপনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার পরামর্শ দেন। সারাদেশে প্রজননকর্মীরা রেকর্ড কিপিং মেনে কার্যক্রম পরিচালনার জন্য তারা এসিআই এনিমেল জেনেটিক্সকে ধন্যবাদ জানান এবং এ কার্যক্রমকে আরো সক্রিয় করার নির্দেশনা প্রদান করেন।

এসিআই যেভাবে প্রান্তিক পর্যায়ের খামারিদের মাঝে প্রাণিসম্পদ খাতের প্রযুক্তি পৌছে দিচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, সেটি সত্যিই প্রশংসার দাবিদার। সরকারের প্রজনন নীতিমালা পরিপালনের মাধ্যমে এসিআই এনিমেল জেনেটিক্স এভাবেই দেশের প্রাণিজ আমিষের উৎপাদনে সরকারকে সহযোগিতা করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন আগত পরিদর্শক দলের সদস্যবৃন্দ।