মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানালো স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি এগ্রোভেট ডিভিশন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুল ও অভিনন্দন কার্ড দিয়ে শুভেচ্ছা জানালো স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশন। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথমদিনে মৎস্য অধিদপ্তরের পদোন্নতিপ্রাপ্ত ও নবনিযুক্ত মহাপরিচালক ডঃ মোঃ আবদুর রউফ-এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এগ্রোভেট ডিভিশনের এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

এসময় নবনিযুক্ত মহাপরিচালক ডঃ মোঃ আবদুর রউফ মৎস্য সেক্টরের অগ্রজ সেনানী হিসাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি এগ্রোভেট ডিভিশনের ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে সেক্টরের জনকল্যাণমূলক কাজে স্কয়ারের ভূমিকা প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে মোঃ আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ,রেগুলেটরি এফেয়ার্স এন্ড লজিস্টিকস) ও মোঃ মেহেদি হাসান (এক্সিকিউটিভ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) উপস্থিত ছিলেন। দেশের মৎস্যখাতের মহাগুরুত্বপূর্ণ এই সেক্টরের নবনিযুক্ত ডায়নামিক মহাপরিচালকের নেতৃত্বে ও সঠিক দিকনির্দেশনায় অনেকদূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্কয়ারের কর্মকর্তাগণ।