রাজধানী প্রতিনিধি: দেশে মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নের অন্যতম একটি গর্বিত অংশীদার বাফিটা। কাজেই এ সংগঠনটিকে আরো সক্রিয় কার্যক্রম পরিচালনা করে দেশকে এগিয়ে নিতে হবে।
আজ রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২ টায় বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)-এর পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানোর এসব কথা বলেন, নবনিযুক্ত মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।
বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (বাফিটা)-এর সভাপতি জনাব এ.এম আমিরুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব জনাব জয়ন্ত কুমার দেব সহ প্রাণিসম্পদ অথধদপ্তরের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (বাফিটা) প্রাণিজ (পোল্ট্রি, ডেইরী ও মৎস্য) খাদ্য উপকরন / উপাদান উৎপাদনকারী, আমদানীকারী ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি অলাভজনক ও সেবামূলক সংগঠন। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাণিজ শিল্পের ব্যবসা বানিজ্যে নিযুক্ত থেকে বাফিটার সদস্যরা প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করে চলেছেন।