শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাউরেস কর্তৃক সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক এক সেমিনার আয়োজন করা হয়। ‘ব্রাসিকা ওয়েলসীড জার্মপ্লাজম ইমপ্রæভমেন্ট ফর ইল্ড, অ্যাগ্রোনমিক অ্যান্ড সীড কোয়ালিটি ট্রেইটস’ শীর্ষক এ সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সেমিনার রুমে ১৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ইউনিভার্সিটি অব আলবাট্রা এর ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল ফুড অ্যান্ড ন্যাশনাল সায়েন্সের অধ্যাপক হাবিবুর রহমান, পিএইচডি। এ সময় তিনি ‘ক্লাবরুট’ রোগ সহিষ্ণু ও আগাম ফুল ফোটে এমন সরিষার জাত উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। সভাপতিত্ব করেন সাউরেস’র পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম। এছাড়াও কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, আমাদের দেশে প্রতি বছর ২৪ লক্ষ টন ভোজ্য তেল প্রয়োজন হয়। এর মধ্যে মাত্র ৩ লক্ষ টন আমরা উৎপাদন করি। বাকি ২১ লক্ষ টন তেল আমাদেরকে আমদানি করতে হয়। আমদানির পরিমাণ কমাতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কিন্তু জমির ঘাটতি থাকায় উৎপাদন বৃদ্ধি করতে পারছি না। আমাদেরকে বোরো ও রোপা ধান চাষের মাঝের সময়ে চাষ উপযোগী সরিষার জাত উদ্ধাবন করতে হবে। ওয়েল কনটেন্ট বেশি থাকে এমন জাত উদ্ভাবন করতে হবে।

সেমিনার শেষে শিক্ষক, গকেষক ও শিক্ষার্থীবৃন্দ শেকৃবির সরিষা গবেষণা মাঠ পরিদর্শন করেন।