চট্টগ্রাম আইটি মেলায় নজর কাড়ল এক্সেনটেক উদ্ভাবনী প্রযুক্তি

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সম্প্রতি আয়োজিত ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি মেলা ২০২৫-এ এক্সেনটেক পিএলসি তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনী দিয়ে সবার নজর কেড়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং সোসাইটি ফর চট্টগ্রাম আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘নেক্সট টেকহাব দ্য চট্টগ্রাম।’

মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এক্সেনটেক পিএলসির এক্সেনটেক ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, যা অপটোমার শক্তিশালী প্রযুক্তি দ্বারা চালিত। আধুনিক ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে এর নিরবচ্ছিন্ন সংযোগ দর্শনার্থীদের মুগ্ধ করেছে। ফ্ল্যাগশিপ এই ডিসপ্লেটি এক্সেনটেকের উদ্ভাবনী ক্ষমতা এবং বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর কাজের পরিবেশ পরিবর্তনের সক্ষমতাকে ফুটিয়ে তুলে। এছাড়াও দর্শনার্থীদের জন্য ইন্টারেক্টিভ ভার্চুয়াল গেমস ও কুইজ আয়োজন করে এক্সেনটেক। এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মেলা এক্সেনটেকের জন্য গ্রাহক, প্রতিযোগী এবং আইসিটি খাতের নেতাদের সাথে সংযোগ স্থাপনের এক বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবন ও উৎকর্ষতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে প্রযুক্তিগত সাফল্যের জন্য সবার সহযোগিতা কামনা করেছে।