"Driving Growth Together" শ্লোগানে "রোরাস এগ্রো ফার্মা'-এর বিজনেস ট্যুর- ২০২৫ অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

বিজনেস প্রতিবেদক: "Driving Growth Together" শ্লোগানকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারে ভেটেরিনারী ও ফিশারিজ সেক্টরে পুষ্টি সরবরাহকারী কোম্পানি "রোরাস এগ্রো ফার্মা'-এর বিজনেস ট্যুর- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩০-৩১ জানুয়ারী দুইদিনব্যাপি এই বছরের বিজনেস ট্যুরে রোরাস এগ্রো ফার্মা'র ব্যবস্থাপনা পরিচালক সাবিনা সুলতানা সহ কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারীরা অংশগ্রহণ করেন।

বিজনেস ট্যুরের মূল লক্ষ্য ছিল নতুন প্রযুক্তি, ভেটেরিনারী ও ফিশারিজ খাতে উদ্ভাবনী সমাধান এবং বাজার সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করা। অংশগ্রহণকারীরা ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে আনন্দ উপভোগ করেন।

"রোরাস এগ্রো ফার্মা"-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, "আমাদের উদ্দেশ্য পোল্ট্রি-ডেয়রি ও মৎস্য সেক্টরে উন্নতি ত্বরান্বিত করা এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা। বিজনেস ট্যুরের মাধ্যমে আমরা শিল্পের সাম্প্রতিক চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে চাই।"

বিজনেস ট্যুরের শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা ও বাজার কৌশল নিয়ে মতবিনিময় করেন। "রোরাস এগ্রো ফার্মা" আগামী বছর আরও উদ্ভাবনী উদ্যোগ ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরো এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের।