কৃষিবিদ সীড লিমিটেড-এর শেয়ারহোল্ডারদের মাঝে ২০২৩- ২০২৪ অর্থবছরের লভ্যাংশ বিতরন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

বিজনেস ডেস্ক: কৃষিবিদ সীড লিমিটেড ২০২৩- ২০২৪ অর্থবছরের ঘোষিত লভ্যাংশ সকল সম্মানিত শেয়ারহোল্ডারদের বরাবর বি ই এফ টি এন এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে গত ২৯ শে জানুয়ারি, ২০২৫ এর মধ্যে প্রদান করা হয়। কৃষিবিদ সীড লিমিটেড-এর কোম্পানি সেক্রেটারি গোলাম কিবরিয়া এ তথ্যটি নিশ্চি করেছেন।

উল্লেক্ষ, কৃষিবিদ সীড লিমিটেডের সম্মানিত শেয়ারহোল্ডারদের অনলাইন এবং সরাসরি সরব উপস্থিতিতির মাধ্যমে গত ৩০ শে ডিসেম্বর ২০২৪ এ জি এম (AGM) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর বিধান অনুযায়ী, কোম্পানির এ জি এম শেষের পরবর্তী ৩০ দিনের মধ্যে লভ্যাংশ প্রদান করতে হয়। সে অনুযায়ী কৃষিবিদ সীড লিমিটেডের লভ্যাংশ প্রদানের সর্ব শেষ সময় সীমা ছিল ২৯ শে জানুয়ারি ।