"চিকস্ এন্ড ফিডস্ লি:- এর ২৫ বছর" কৃষি শিল্পের সকলের আস্থা আর ভালোবাসার বন্ধন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিনিধি: কৃষি শিল্পের আস্থা, ভালোবাসা এবং অদম্য প্রচেষ্টার মধ্য দিয়ে ২৫ বছর পূর্ণ করল দেশের শীর্ষস্থানীয় কৃষিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান চিকস্ এন্ড ফিডস্ লি:। এই দীর্ঘ পথচলা শুধু একটি ব্যবসায়িক যাত্রা নয়, বরং কৃষি শিল্পে টেকসই প্রযুক্তি সম্প্রসারণে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির কর্ণধার জনাব এখলাসুল হক বলেন, "আমাদের এই সাফল্য কৃষি শিল্পের সকলের আস্থা আর ভালোবাসার ফল। আগামীর পথচলাও হোক এমনই ভালোবাসায় ভরপুর। বিশ্বাসে গড়া এই বন্ধনে আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।"

চিকস্ এন্ড ফিডস্ লি:-এর এই সাফল্যের যাত্রা সহজ ছিল না। এর পেছনে রয়েছে অবিরাম পরিশ্রম, উদ্ভাবনী চিন্তাধারা এবং দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে অবদানের এক উজ্জ্বল ইতিহাস। প্রতিকূলতা, প্রতিযোগিতা, আর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও প্রতিষ্ঠানটি তার মান, সেবা এবং পণ্যের গুণগত মান বজায় রেখেছে।

চলতি মাসের ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো-এর আয়োজন উপলক্ষে আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে জনাব এখলাসুল হক বলেন, "পোল্ট্রি শিল্পকেও এমনভাবে গড়ে তুলতে হবে যেন সেটি একটি শক্ত স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। আগামীর বাংলাদেশ হবে সত্যিকারের কৃষিভিত্তিক দেশ, যা বিশ্বকে খাদ্য নিরাপত্তায় নেতৃত্ব দেবে।"

এই আশাবাদী মনোভাবই চিকস্ এন্ড ফিডস্ লি:-এর সাফল্যের মূল চাবিকাঠি। আগামী দিনগুলোতে কোম্পানিটি দেশের পোল্ট্রি শিল্পের আরও নতুন দিগন্ত উন্মোচন করবে, এই প্রত্যাশা করেন এখলাসুল হক।

আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে জানিয়ে তিনি সকলকে তাদের কার্যক্রম পরিদর্শনের জন্য মেলায় তাদের স্টল ভিজিট করার জন্য আমন্ত্রন জানিয়েছেন। এবারে মেলায় তারা প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মেলায় তাদের স্টল (হল নং A, স্টল ১৫৭-১৬৮)।