"১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি"-পোল্ট্রি শিল্পের সর্বশেষ ট্রেন্ড ও প্রযুক্তির সংযোগ ঘটাবে

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিবেদক: ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পোল্ট্রি শিল্পোদ্যাক্তাদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করবে। এই ইভেন্টে অংশ নিয়ে উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন। এছাড়াও, শোতে আয়োজিত সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিয়ে তারা পোল্ট্রি শিল্পের সর্বশেষ ট্রেন্ড ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। এই জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন-পুরাতন উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

আসন্ন ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে কথাগুলো বলছিলেন Prestige feed & Ingredient-এর সিইও কাজী আজিজ সোবহান৷ মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

জনাব আজিজ সোবহান বলেন, এই শোতে পোল্ট্রি শিল্পের জন্য অত্যাধুনিক মেশিনারিজ ও সরঞ্জাম প্রদর্শিত হবে। পোল্ট্রি শিল্পের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবারের পোল্ট্রি মেলা যা বাংলাদেশের অর্থনীতিতে এই খাতের অবদান আরও বৃদ্ধি করবে।

তিনি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করেন। মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এবারের মেলায় তারা সুদৃশ্য Tent-এর ৫৩,৫৪, ৬৫, ৬৬, ৬৭ , ৬৮ এবং ১০৯ থেকে ১১৩ নম্বর সর্বমোট ১১ টি স্টল দিয়ে তারা প্যাভিলিয়ন সাজিয়েছেন। তাদের প্রযুক্তি পণ্য ও মেশিনাজি ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন জনাব আজিজ সোবহান।