রাজধানী প্রতিবেদক: দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির জন্য এনিমেল হেলথ্ কোম্পানিগুলোর ভূমিকা অপরিসীম। তারা পোল্ট্রি রোগ প্রতিরোধ, চিকিৎসা, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারের আন্তর্জাতিক পোল্ট্রি মেলার শ্লোগান “Sustainable Poultry for Emerging Bangladesh” ঠিক সেব বিষয়গুলি তুলে ধরেছে যেখানে এনিমেল হেলথ্ কোম্পানিগুলো কাজ করতে পারে।
১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো শুরুর প্রাক্কালে আদিয়ান এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ডা. জামিল হুসাইন এগ্রিলাইফকে জানালেন তাঁর কথা ৷
তিনি বলেন, পোল্ট্রি খামারিদের সাথে তাদের সরাসরি যোগাযোগ ও সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ পোল্ট্রি শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এনিমেল হেলথ্ কোম্পানিগুলো পোল্ট্রি খামারিদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে। এতে করে খামারিরা পোল্ট্রি স্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আপডেট জ্ঞান অর্জন করতে পারে। ভবিষ্যতে এনিমেল হেলথ্ কোম্পানিগুলোর আরও উন্নত ও উদ্ভাবনী সমাধান পোল্ট্রি শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করেন ডা. জামিল।
ডা. জামিল ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করেন। মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মেলায় তাদের স্টল নম্বর-(Hall B , Stall :64-72) । মেলায় তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে তিনি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।