আন্তর্জাতিক পোল্ট্রি মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিনিধি: জনাব এ কে এম আলমগীর পর পর দুই মেয়াদে অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পোল্ট্রি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সেবা দিয়ে যাচ্ছেন পোল্ট্রি শিল্পকে। নব্বইয়ের দশকের শুরু থেকে ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে এ শিল্পে তার রয়েছে বিস্তর অভিজ্ঞতা। বিশেষ করে, পোল্ট্রি ভ্যাকসিনের শুরুর দিকে কাজ করে তিনি দেশের আপামর পোলট্রি শিল্পের সকলের মধ্যে এক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে বেঙ্গল ওভারসিজ লি: এবং বেঙ্গল রেমিডিজ লি:এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম আলমগীর এগ্রিলাইফকে জানালেন তাঁর অনুভূতির কথা ৷ “Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পূর্বাচলে অবস্থিত "আন্তর্জাতিক বাণিজ্য মেলা" প্রাঙ্গনে বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কারিগরি সেমিনার। মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

তিনি বলেন, এই মেলার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, বিশেষ করে শিক্ষিত তরুণ যুবকরা যারা পোল্ট্রি শিল্প সম্পর্কে সম্যক জ্ঞান আছে তারা এই শিল্পের দিকে অধিক আগ্রহী হচ্ছেন এর ফলে টেকসই পোলট্রি শিল্প গড়ে তুলতে এ ধরনের যুবকদের যুবক-যুবতীদের অংশগ্রহণ অবশ্যই কার্যকর ভূমিকা রাখছে এবং এটি সম্ভব হয়েছে পোলট্রি মেলার কারণে।

জনাব এ কে এম আলমগীর ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করেন। মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মেলায় তাদের স্টল নম্বর - Hall B, স্টল ৯১-৯৯। মেলায় তাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে তিনি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।