এগ্রিলাইফ প্রতিবেদক:দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে প্রাণিজ প্রোটিনের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রে পোল্ট্রি শিল্পে 'জেনেটিক ইমপ্রুভমেন্ট' একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে উন্নত জাতের মুরগি ও অন্যান্য পোল্ট্রি উৎপাদনের ফলে প্রোটিনের চাহিদা পূরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
এগ্রিলাইফের এ প্রতিবেদকের সাথে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন বাংলাদেশের প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই) দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে ধারাবাহিকভাবে জেনেটিক ইমপ্রুভমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠান নিরলসভাবে আধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনা করে দেশের পোল্ট্রি শিল্পকে আরও টেকসই ও উৎপাদনশীল করতে কাজ করছে।
ড. শাকিলা ফারুক জানান, "আমরা প্রতিনিয়ত দেশের পোল্ট্রি শিল্পের চাহিদা ও বৈশ্বিক প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো উচ্চ উৎপাদনশীল ও রোগ প্রতিরোধী পোল্ট্রি স্ট্রেন তৈরি করা, যা দেশের খামারিদের আর্থিকভাবে লাভবান করবে এবং পোল্ট্রি পণ্যের উৎপাদন বাড়াবে।"
ড. শাকিলা ফারুক ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার আয়োজকদের শুভকামনা জানান এবং মেলার সার্বিক সাফল্য কামনা করেন।