ডা. এন সি বনিক: পোল্ট্রি খাতের এক নিবেদিত প্রাণ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: ডা. এন সি বনিক, একজন প্রখ্যাত ভেটেরিনারিয়ান এবং অভিজ্ঞ পোল্ট্রি প্র্যাক্টিশনার, যিনি নরসিংদী, কিশোরগঞ্জসহ আশেপাশের অঞ্চলে পোল্ট্রি খাতের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর নিরলস প্রচেষ্টায় অনেক বেকার যুবক পোল্ট্রি খামার স্থাপন করে স্বাবলম্বী হয়ে উঠেছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরিরত অবস্থায়, ডা. বনিক পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর তত্ত্বাবধানে খামারিরা আধুনিক পদ্ধতি, সুষম পুষ্টি, রোগ নির্ণয় এবং প্রতিরোধে দক্ষ হয়ে উঠেছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আসন্ন আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় আয়োজকদের প্রমত শুভকামনা জানিয়ে ডা. বনিক পোল্ট্রি খামারিদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সমস্যার কথা তুলে ধরেছেন। তিনি মনে করেন ছোট এবং প্রান্তিক খামারিরা বড় উৎপাদকদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধি খামার পরিচালনার খরচ বাড়িয়ে দিচ্ছে, যা মুনাফা কমিয়ে দিচ্ছে। এছাড়া রোগব্যাধির ঝুঁকি, প্রযুক্তিগত জ্ঞানের অভাবকে দায়ী করেন তিনি।

ডা. বনিকের মতে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। তিনি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বৃদ্ধি, সহজ ঋণ সুবিধা, বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন: স্থানীয় পর্যায়ে গবেষণা বৃদ্ধি এবং এর ফলাফল খামারিদের কাছে পৌঁছে দেওয়ার পরার্ম দিয়েছেন তিনি।

অবসর গ্রহণের পরও ডা. এন সি বনিক পোল্ট্রি খাতের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তাঁর দিকনির্দেশনা এবং অভিজ্ঞতা খামারিদের জন্য এক অমূল্য সম্পদ। এবারের আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় এই সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং সমাধানের পথ খুঁজে বের করার জন্য তিনি আয়োজকদের অনুরোধ জানান।

ডা এন সি বনিক ১৯৭৮ সালে ব্যাকিয়ার্ড পোলিট্রি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীন খামারীদের নিয়ে পোল্ট্রি উদ্যোক্তা তৈরী শুরু করেন । অদ্যাবদি তিনি প্রান্তিক খামারীদের উন্নতির লক্ষে নিরবিচ্ছিন্নভাবে সেবায় নিয়োজিত আছেন । পোল্ট্রি চিকিৎসায় আ্যানন্টিবায়োটিক গাইড লাইন তৈরীর ক্ষেত্রে তার ভুমিকা উল্ল্যেযোগ্য । sustainable poultry production এর জন্য তিনি “পোল্ট্রি বোর্ড’ তৈরীর জন্য মত প্রকাশ করেন ॥