পোল্ট্রি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS) দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও পোল্ট্রি উদ্যোক্তাদের সহায়তা প্রদানের জন্য নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংস্থাটি পোল্ট্রি খাতের উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তরের মতো টেকসই কার্যক্রম পরিচালনা করে পোল্ট্রি তথা প্রাণিসম্পদের উন্নয়নে সকলের দৃষ্টি কেড়েছে।

আসন্ন ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (BLS)-এর সাধারণ সম্পাদক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ বলেন, আন্তর্জাতিক পোল্ট্রি শো দেশের পোল্ট্রি শিল্পকে একটি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির এই কার্যক্রমগুলি পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোল্ট্রি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করার মাধ্যমে এই সংস্থাটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।

উল্লেখ্য, “Sustainable Poultry for Emerging Bangladesh” এ শ্লোগানকে সামনে রেখে চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো পূর্বাচলে অবস্থিত "আন্তর্জাতিক বাণিজ্য মেলা" প্রাঙ্গনে বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে। এর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজধানীর রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কারিগরি সেমিনার।

মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।