খুলনায় ফ্রি স্মার্ট কৃষি কর্মশালা অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী বেসরকারী কৃষি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এগ্রো ১ গ্লোবাল লিমিটেড এর খুলনা শাখার শুভ উদ্বোধন উপলেক্ষ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলার লবণচরা এলাকার মাথাভাঙ্গায় প্রগতিশীল কৃষকদের অংশগ্রহণে ফ্রি স্মার্ট কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। এগ্রো ১ গ্লোবাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সামিউল ইসলামের সভাপতিত্বে কৃষক সমাবেশে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডিরেক্টর সামিউল ইসলাম বলেন, ২০২০ সালে বগুড়ার বাঘোপাড়ায় এগ্রো ১ গ্লোবাল লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর হতে অর্জিত সাফল্যের গল্প সামিউল ইসলাম ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। তিনি এগ্রো ১ এর পরামর্শক দলের সহযোগিতা নিয়ে ফসল আবাদের জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ করেন।

ম্যানেজিং ডিরেক্টর সামিউল ইসলাম মাথাভাঙ্গা বটিয়াঘাটায় এগ্রো ১ গ্লোবাল লিমিটেডের ক্যাম্পাসে তৈরিকৃত বিভিন্ন সবজির চারা প্রদর্শন করেন। তিনি আগ্রহী কৃষক যার ফসল চাষাবাদে ব্যবহারিক জ্ঞান আছে তাকে উদ্যোক্তা হিসেবে নিজকে গড়ে তোলার জন্য অনুরোধ করেন।

এগ্রো ১ গ্লোবাল লিমিটেড এর বিজনেস পরামর্শক কৃষিবিদ মোঃ মামুন সিরাজুল এর সঞ্চালনায় কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া খুলনা অফিসের সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, উত্তরণ-এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ইকবাল হোসেন ও কর্ডেট-কোস্ট প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ জয়নাল আবেদীন।

এগ্রো ১ গ্লোবাল লিমিটেড এর পরামর্শক কৃষিবিদ এস এম নজরুল ইসলাম ও কৃষিবিদ মোঃ মতিউর রহমান ফসল উৎপাদনের কারিগরি বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী মাহফুজুর রহমান ও কৃষিবিদ কানিজ ফাতেমা সুমি।

কর্মশালায় বাগেরহাট ও গোপালগঞ্জের ২ জন সফল কৃষক তাদের সাফল্যের অভিজ্ঞতা কর্মশালায় উপস্থাপন করেন।