পোল্ট্রি শিল্পে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ও পরীক্ষিত পণ্য সরবরাহ নিশ্চিত প্রয়োজন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

রাজধানী প্রতিবেদক: Argil NE Bangladesh সর্বদা আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ও পরীক্ষিত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি গবেষণার মাধ্যমে পোল্ট্রি ফিড অ্যাডিটিভস, নিউট্রিশন সাপ্লিমেন্টস এবং প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি উন্নতমানের পণ্য বাজারজাত করে, যা পোল্ট্রি শিল্পকে আরও কার্যকর ও উৎপাদনমুখী করতে কাজ কে যাচ্ছে।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার শুভ কামনা জানিয়ে Argil NE Bangladesh-এর পার্টনার জনাব রাশেদুর রহমান রূপম বলেন, বাংলাদেশের পোল্ট্রি শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য Argil NE Bangladesh নিয়মিত গবেষণা পরিচালনা করে এবং খামারিদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যকর, নিরাপদ ও লাভজনক পোল্ট্রি উৎপাদন নিশ্চিত করা, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।

ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) আয়োজিত ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় শুভকামনা ও সাফল্য কামনা করে তিনি আগ্রহী দর্শনার্থি, খামারী, উদ্যোক্তাদের এ মেলা পরিদর্শন করার জন্য বিনীত আমন্ত্রন জানিয়েছেন। তাদের প্যাভিলিয়নটি HALL-A (6 stalls), Stall: 293–295 ও 302–304-এ অবস্থিত।