পোল্ট্রি শিল্পের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতিতে পোল্ট্রি শিল্পের অবদান ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই শিল্প শুধু খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে না, বরং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশে পোল্ট্রি শিল্প থেকে বছরে কয়েক বিলিয়ন টাকা আয় হয়, যা জাতীয় জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। বিশেষজ্ঞদের মতে, পোল্ট্রি শিল্পের বিকাশের ফলে দারিদ্র্য হ্রাস, পুষ্টির মান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির প্রসার ঘটছে।

আসন্ন ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে কথাগুলো বলছিলেন,Healthcare Formulations Limited-এর হেড অব মার্কেটিং (এনিমেল হেলথ্ ডিভিশন) ডা: মো: নিজাম উদ্দিন আখন্দ (রনি)।

তিনি বলেন, পোল্ট্রি শিল্পকে আরও টেকসই ও সমৃদ্ধ করতে হলে নীতিগত সহায়তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা এবং প্রান্তিক পযায়ের খামারিদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হলে এই শিল্প আরও এগিয়ে যাবে।

অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে, পোল্ট্রি শিল্পের যথাযথ বিকাশ হলে দেশের আমিষের চাহিদা পূরণ হবে, রপ্তানি সম্ভাবনা বাড়বে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। তাই, পোল্ট্রি শিল্পের গুরুত্বকে খাটো করে দেখার সুযোগ নেই।

উপযুক্ত মূল্যে প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে এবং প্রানিসম্পদের সাস্থ্য সুরক্ষায় " Harnessing Innovation for Better Animal Care" এই স্লোগানকে প্রতিপাদ্য করে Healthcare Formulations Ltd এর Animal Health Division ২০২৪ ইং সালের ১৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে বলে জানান তিনি।

ডা: মো: নিজাম উদ্দিন আখন্দ (রনি) ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করেন। মেলায় তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। মেলায় তাদের প্যাভিলিয়ন (Hall:B, Booth:311-314); মেলায় তাদের পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে তিনি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।