পোল্ট্রি শিল্পকে বিশ্বমানের করতে প্রকৌশলীদের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত করা অপরিহার্য

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: দেশের পোল্ট্রি শিল্পের ব্যাপক উন্নয়নের সাথে সাথে এ খাতের সাথে জড়িত বিভিন্ন পেশার মানুষ তাদের জীবন-জীবিকার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছেন। এই শিল্পের সাথে সরাসরি জড়িত রয়েছেন হাজারেরও বেশি প্রকৌশলী, যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিলসহ বিভিন্ন শাখায় তাদের দক্ষতা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সময়ের সাথে তাল মিলিয়ে পোল্ট্রি শিল্পের বিকাশ ঘটার পাশাপাশি প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। সাথে সাথে এ পেশার সাথে জড়িত হয়ে তাদের সম্মান এবং কর্মসংস্থানের সুযোগও বাড়ছে বলে জানিয়েছেন প্লানেট গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশন) ইঞ্জিনিয়ার এ, এম মঈন উদ্দিন। তিনি বলেন, পোল্ট্রি শিল্পের- পোল্ট্রি সেড, হ্যাচারী, ফিড মিল, প্রসেসিং ও ফারদার প্রসেসিং প্লান্ট সহ বিভিন্ন স্থাপনা তৈরী, সেখানকার সমস্ত মেশিন ও ইকুইপমেন্ট সেট আপ থেকে অপারেশন সহ বিভিন্ন কারিগরি কাজে প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান এই শিল্পকে আধুনিক ও গতিশীল করতে সহায়তা করছে।

ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন আরও উল্লেখ করেন, দেশের পোল্ট্রি শিল্পকে বিশ্বমানের করতে প্রকৌশলীদের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত করা অপরিহার্য। তিনি আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

পোল্ট্রি শিল্পের এই অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকৌশলীদের দক্ষতা ও মেধা এই শিল্পকে আরও গতিশীল করে তুলছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখবে বলে মনে করেন তিনি।