সিলেটে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ” কর্মশালা অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মো. জুলফিকার আলী:সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, সিলেট এর আয়োজনে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ) এর আওতায় সিলেট জেলায় “সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ” কর্মশালা কৃষি বিপণন অধিদপ্তর, সিলেটের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যে রাখেন- সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দা.প্রা) আবু সালেহ মো. হুমায়ুন কবির।

কৃষি বিপনন অধিদপ্তরের উপপরিচালক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উপসচিব এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর (পার্টনার-ডিএএম অংগ) ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক । তিনি বক্তব্যে বলেন- বাংলাদেশে সকল উদ্যোক্তাদের মধ্যে যাচাই- বাচাই করে ২০ হাজার জনকে কৃষি উদ্যোক্তা হিসেবে পুরষ্কৃত করা হবে। এর মধ্যে নারী উদ্যোক্তা ১২ হাজার ও যুবক উদ্যোক্তা ৮ হাজার জন। কৃষি উদ্যোক্তাদের ১২ দিনব্যাপী চাহিদা ভিত্তিতে প্রশিক্ষণ, ইনকিবউশন, যন্ত্রপাতি সহায়তা, প্রকল্প সহায়তা, বাজার সংযোগসহ নানান সহযোগিতা মাধ্যমে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

কর্মমালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপোর্ট এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট, পার্টনার (ডিএএম অংগ) ড. মো. মাহবুব আলম।

কামরুজ্জামান রুপম, মাঠ পরিদর্শক এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ দীপক কুমার দাস; বিসিক সিলেট জেলার উপ- মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা।

উক্ত কর্মশালায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট পঞ্চাশ জন উদ্যোক্তা অংশ নেন।