রাজধানী প্রতিনিধিঃ আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী "১৩তম আন্তর্জাতিক পোলট্রি শো"। বিশ্বের ১৭টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্যের সমাহার নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ২০-২২ ফেব্রুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই বৃহৎ আয়োজন, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
দর্শনার্থীদের জন্য ফ্রি শাটল বাস
মেলা উপলক্ষে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্ব রোডের ৩০০ ফিট থেকে সারাদিন ফ্রি শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বাস চলাচলের সময়সূচি হলো—
কুড়িল বিশ্ব রোড থেকে:
- সকাল ৯:০০ - ১০:৪০ পর্যন্ত প্রতি ২০ মিনিট অন্তর
- সকাল ১১:০০ - বিকেল ৪:৩০ পর্যন্ত প্রতি আধা ঘণ্টা পর পর
- বিকেল ৫:০০ - ৬:০০ পর্যন্ত প্রতি এক ঘণ্টা পর পর
প্রদর্শনী কেন্দ্র থেকে ফিরতি বাস:
- সকাল ১১:০০ - বিকেল ৪:৩০ পর্যন্ত প্রতি আধা ঘণ্টা পর পর
- বিকেল ৫:০০ - ৬:০০ পর্যন্ত প্রতি ২০ মিনিট অন্তর
- সন্ধ্যা ৬:০০, ৬:১০, ৬:৩০, ৭:০০ ও সর্বশেষ রাত ৮:০০টায়
আন্তর্জাতিক পোলট্রি শোতে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হবে। পোলট্রি শিল্পের বিকাশ ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচনে এটি এক গুরুত্বপূর্ণ আয়োজন হতে যাচ্ছে বলে মনে করে পোল্ট্রি পেশাজীবিরা।