শীঘ্রই বাজারে আসছে কায়সার জেনেটিক্স লিঃ-এর "ডায়মন্ড কালার বার্ড"

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কায়সার জেনেটিক্স লিঃ এবং Hendrix Genetics-এর অঙ্গ প্রতিষ্ঠান Sasso S.A.S এর মধ্যে ১ বছরের চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পোল্ট্রি শিল্পে উন্নত মানের জেনেটিক্স ও প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে একসাথে কাজ করবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিন ব্যাপী চলমান পোল্ট্রি মেলায় এ চুক্তি সাক্ষরিত হয়। Hendrix Genetics-এর পক্ষে Edouard Perrault, Deputy Director (Sasso) Hendrix Genetics এবং কায়সার জেনেটিক্স-এর পক্ষে কায়সার জেনেটিক্স ম্যানেজিং ডিরেক্টর মোঃ কায়সার আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় Hendrix Genetics-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল) কৃষিবিদ মো: শাহাদাত হোসেন, ডায়মন্ড গ্রুপের সিইও কৃষিবিদ আসাদুজ্জামান মেজবা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই চুক্তি সাক্ষরের মাধ্যমে কায়সার জেনেটিক্স লিমিটেড এবং Sasso S.A.S তাদের অভিজ্ঞতা ও জেনেটিক রিসোর্সকে একত্রিত করে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে, দেশী মুরগির স্বাদের কাছাকাছি উন্নত মানের কালার বার্ড ("ডায়মন্ড কালার বার্ড") উৎপাদনের লক্ষ্যে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কায়সার জেনেটিক্স লিঃ।



কায়সার জেনেটিক্স এমডি মোঃ কায়সার আহমেদ বলেন, "Sasso S.A.S র সাথে এই চুক্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতার মাধ্যমে আমরা বাংলাদেশের পোল্ট্রি শিল্পে নতুন মান নির্ধারণ করতে সক্ষম হব এবং কৃষকদের জন্য আরও লাভজনক ও টেকসই সমাধান প্রদান করতে পারব।"

Sasso S.A.S এর পক্ষ থেকে বলা হয়, "কায়সার জেনেটিক্স এর সাথে এই অংশীদারিত্ব আমাদের জন্য গর্বের বিষয়। আমরা বাংলাদেশের পোল্ট্রি শিল্পে আমাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি নিয়ে এসে স্থানীয় চাহিদা পূরণে কাজ করতে আগ্রহী। এই চুক্তি আমাদের যৌথ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।"