১০ বছরের সফল পার্টনারশিপ উদযাপন করলো Adisseo এবং Adyan Agro Ltd.

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: ১০ বছরের সফল পার্টনারশিপ-এর এক গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করলো Adisseo এবং Adyan Agro Ltd । এই এক দশকের পথচলা ছিল বিশ্বাস, সহযোগিতা, এবং অর্জনের এক অনন্য যাত্রা। এই বিশেষ মুহূর্তে আদিয়ান এগ্রোর সন্মানিত গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আদিয়ান এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ডা. জামিল হুসাইন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিন ব্যাপী পোল্ট্রি মেলার দ্বিতীয় দিনে ডা. জামিল তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "আপনাদের সহযোগিতা ছাড়া এই সফলতা সম্ভব হতো না। গত এক দশকে Adisseo আমাদের যে উদ্ভাবনী প্রযুক্তি, অভিজ্ঞতা ও নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রদান করেছেন, তা আমাদের কোম্পানিকে শক্তিশালী করেছে এবং বাজারে দৃঢ় অবস্থান গড়ে তুলতে সাহায্য করেছে"।

তিনি বলেন, " আমাদের Adyan Agro-এর প্রতিটি সদস্য, এই সফলতার সমান অংশীদার। সকলের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, এবং একাগ্রতার কারণেই আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি। ১০ বছর আগে যখন Adisseo এবং Adyan Agro Ltd একসাথে যাত্রা শুরু করেছিল, তখন আমাদের লক্ষ্য ছিল বিশ্বমানের ফিড অ্যাডিটিভ সমাধান বাজারে নিয়ে আসা। এই সময়ের মধ্যে আমরা যা অর্জন করেছি, তা গর্বের বিষয়—
• নতুন প্রযুক্তি ও পণ্য বাজারে এনেছি, যা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভূমিকা রেখেছে।
• কাস্টমারদের আস্থা অর্জন করেছি, যাদের প্রয়োজন অনুযায়ী সেরা মানের সমাধান দিতে পেরেছি।
• দৃঢ় পার্টনারশিপ গড়ে তুলেছি, যা পারস্পরিক সম্মান, স্বচ্ছতা এবং একে অপরের প্রতি দায়বদ্ধতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ডা. জামিল বলেন, "আজ আমরা কেবল অতীতের সফলতা উদযাপন করছি না, বরং ভবিষ্যতের জন্য আরও বড় স্বপ্ন দেখছি। ফিড ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এবং আমাদের চ্যালেঞ্জও বেড়ে চলেছে। আগামী বছরগুলোতে সাসটেইনেবিলিটি, উদ্ভাবন, এবং দক্ষতা হবে আমাদের মূল চালিকা শক্তি।

ডা. জামিল বিশ্বাস করেন Adisseo-এর সাথে থেকে তাদের সম্মানিত গ্রাহকদের সহযোগিতায় আদিয়ান এগ্রো আরও শক্তিশালী হয়ে উঠবে। নতুন নতুন উদ্ভাবনী সমাধান বাজারে আনার প্রত্যয় জানিয়ে প্রাণিসম্পদ খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে আদিয়ান এগ্রো।

ডা. জামিল হুসাইন Adisseo, তাদের সম্মানিত গ্রাহকগণ, টিম মেম্বার এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।