এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরী) খাদ্য উৎপাদনে ব্যবহৃত মৌলিক উপকরণ/কাঁচামাল, পশুপুষ্টি উপকরণ ও ভেটেরিনারি ঋববফ ঝঁঢ়ঢ়ষবসবহঃ ্ অফফরঃরাবং আমদানিকারক ও সরবরাহকারী শীর্ষক এসোসিয়েশন বাফিটা’র ৭ম-বার্ষিক সাধারণ সভা-২০২৪ এবং বার্ষিক বনভোজন-২০২৫ গত ১৫ই ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিঃ, সকাল ১১:০০ টায় “বেলনা ইকো রিসোর্ট লিমিটেড” এর ব্যানকোয়েট হল, বেলনা, তালেপুর, কেরাণীগঞ্জ, ঢাকায় অনুষ্ঠিত হয়।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসোসিয়েশনের সভাপতি জনাব এ.এম. আমিরুল ইসলাম ভূইয়া, মহাসচিব জনাব জয়ন্ত কুমার দেব, সহ-সভাপতি জনাব আনোয়ারুল হক, ট্রেজারার জনাব মোঃ খোরশেদ আলম, যুগ্ন-মহাসচিব জনাব মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আলতাপ হোসেন বিশ্বাস , প্রচার সম্পাদক জনাব আব্দুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য জনাব মোঃ সেলিম রেজা হিরণ, মোঃ এনামুল হক মোল্ল্যা, মোঃ রাশেদুল জাকির, শাহ্ মুহাম্মাদ সগীর এবং উপদেষ্টা জনাব মোঃ জহিরুল ইসলাম মঞ্চে আসন গ্রহণ করেন।
৭ম-বার্ষিক সাধারণ সভা-২০২৪ এর সভাপতিত্ব করেন বাফিটা’র সভাপতি জনাব এ.এম. আমিরুল ইসলাম ভূইয়া। সভার শুরুতে সাংগঠনিক সম্পাদক মোঃ আলতাপ হোসেন বিশ্বাস -এর সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন ক্বারী মোঃ মাসুম বিল্লাহ এবং গীতা পাঠ করেন বাফিটার সদস্য সুকুমার চন্দ্র অধিকারী। সভাপতি উপস্থিত সম্মানিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বাফিটা’র ৭ম-বার্ষিক সাধারণ-২০২৪ সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং সূচনা বক্তব্য রাখেন। জাতীয় অর্থনৈতিক উন্নয়ণ এবং প্রাণিজ শিল্পায়নের স্বার্থে বাফিটা’র কার্যক্রম ও দিক নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপন করেন।
সভাপতি এ.এম. আমিরুল ইসলাম ভূইয়া বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি গত বছরে বাফিটার সাফল্য ও কার্যক্রম মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ, সদস্যদের সেবার মান উন্নয়ন এবং প্রাণিজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরী) শিল্পের সাথে সম্পৃক্ত সদস্যদের ব্যবসায়িক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভুমিকা তুলে ধরার জন্য। বর্তমান কার্য্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আপনাদের পূর্ন সহযোগিতা এবং বিভিন্ন সেমিনার ও আলোচনা সভায় প্রদত্ত গঠনমুলক পরামর্শ গ্রহনের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন প্রাণিজ (পোল্ট্রি, মৎস্য ও ডেইরী) খাতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য আমদানিকারক ও বাণিজ্যিক বিপনণকারী সংগঠন হিসাবে বাফিটা’র সদস্যদের স্বার্থ সংরক্ষনে ও উন্নয়ন, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ও অগ্রগতির ক্ষেত্রে প্রস্তাবনা/পরামর্শ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ন ভুমিকা এবং প্রাণিজ শিল্পের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও বাফিটা’র করণীয় দিক নির্দেশনা তুলে ধরেন। প্রাণিজ খাতের অগ্রগতি ও সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাফিটা’র অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল সদস্যদের ঐক্য প্রচেষ্টায় তথা সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহাসচিব জনাব জয়ন্ত কুমার দেব বিগত ৬ষ্ঠ-বার্ষিক সাধারন সভা-২০২৩ এর বার্ষিক প্রতিবেদন পূণঃ পর্যালোচনা করে সদয় অনুমোদনের এবং ৭ম-বার্ষিক সাধারন সভা-২০২৪ এর বার্ষিক প্রতিবেদন পাঠান্তে সদয় অনুমোদনের জন্য পেশ করেন। ট্রেজারার জনাব মোঃ খোরশেদ আলম, বিগত অর্থ বছর ২০২৩-২০২৪ এর আর্থিক হিসাব বিবরনী ও DVC অডিট রিপোর্ট পেশ করেন এবং প্রস্তাবিত বার্ষিক বাজেট-২০২৪-২০২৫ উপস্থিত সদস্যেদের মাঝে বার্ষিক প্রতিবেদন-২০২৪ এর মাধ্যমে বিস্তারিতভাবে উল্লেখ ও অনুমোদনের জন্য উপস্থাপন করেন।
উপস্থাপনকৃত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা শেষে উপস্থিত সকল সদস্যেদের কন্ঠ ভোটে এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন-২০২৪ এবং ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব বিবরনী ও DVC অডিট রিপোট এবং প্রস্তাবিত বার্ষিক বাজেট ২০২৪-২০২৫ নীতিগতভাবে গৃহীত ও অনুমোদিত হয়।
অতঃপর বাফিটা’র সভাপতি উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দদের মধ্য থেকে এসোসিয়েশন সার্বিক কর্মকান্ডের উপর উন্মুক্ত আলোচনার/মতামত আহবান করেন। বাফিটা’র সম্মানিত দাতা সদস্য “ওয়েলকিন কর্পোরেশন” এর স্বত্বাধিকারী জনাব আবুল কালাম আজাদ, মেসার্স আর,আর এন্টারপ্রাইজ এর প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান খান, মেসার্স মনির এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ দারুগালী, জে এম ট্রেডিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম ছাড়াও আরো অনেকেই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। উপস্থিত সদস্যদের উন্মুক্ত আলোচনায় উপস্থাপনকৃত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফিটা’র কার্য্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ও মহাসচিব মহোদয়গণ।
বাফিটা’র সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব জহিরুল ইসলাম, মেসার্স মদিনা ট্রেডিং কর্পোরেশন এর চেয়ারম্যান এবং কার্য্যনির্বাহী সদস্য জনাব মোঃ এনামুল হক, মেসার্স এনামুল হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। অতঃপর নিবন্ধিত নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। বাফিটা’র সহ-সভাপতি মহোদয় জনাব আনোয়ারুল হক, মেসার্স পি এন্ড পি ট্রেডিং এর স্বত্বাধিকারী সমাপনী বক্তব্য প্রদান করেন। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের আহবান জানিয়ে সভাপতির অনুমতিক্রমে বাফিটা’র ৭ম- বার্ষিক সাধারন সভা-২০২৪ এর সমাপ্তি ঘোষনা করেন।