সিলেট অঞ্চলে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (সংশোধনী ২য়) সেমিনার অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মো.জুলফিকার আলীঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট বাস্তাবায়নে ২০২৪-২৫ অর্থ বছরের অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (সংশোধনী ২য়) এর অর্থায়নে Seminar on Nutritional improvement thought homestead gardening on Sylhet Region অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৫ মার্চ ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ ইউং) কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান । তিনি বলেন- অনাবাদি ও পতিত জমির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুষ্টি বাগানে শাকসবজি উৎপাদনের ফলে আশ্রয়ন প্রকল্পের পরিবারগুলোর দৈনন্দিন সবজির চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি অভিমত করেন।

উক্ত সেমিনারে সুধীজনদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের প্রকল্প কার্যক্রমের তথ্য উপস্থান করেন-কৃষিবিদ ড.মো. আকরাম হোসেন, প্রকল্প পরিচালক (ইফনাপ) ডিএই, খামারবাড়ি, ঢাকা। সেমিনারে কী-নোট উপস্থাপন করেন- ড মো. শহিদুল ইসলাম, প্রফেসর, উদ্যানতত্ব বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।

গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রায়হান পারভেজ রনি উপস্থাপনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র,মৌলভীবাজারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।

দিনব্যাপী সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ডিএই, এআইএস, ব্রি এর কর্মকর্তাগণ ৫০ জন অংশগ্রহণ করেন।