কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি ) উদ্ভাবিত 'দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র'কৃষি উন্নয়নে নতুন সম্ভবনা হিসাবে দেখা দিয়েছে ।যন্ত্রটি দেশের কৃষিখাতকে আধুনিকায়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি দেশের কৃষি খাতে সারের অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ।
যন্ত্রটির মাঠ পর্যায়ে কার্যকারিতা দেখতে এবং গবেষণা মাঠ পরিদর্শন শনিবার ২২ মার্চ ২০২৫বিকেল ৫টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সিসিডিবি ক্লাইমেট পার্ক এলাকায় অনুষ্ঠিত হয়পরিদর্শন টীমে ছিলেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন এবং ব্রি উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের পরিচালক ড. মোহাম্মাদ কামরুজ্জামান মিলন ,সিসিডিবি ক্লাইমেট চেইঞ্জ ম্যানেজার মো,কামাল হোসেন ও উন্নয়ন সাংবাদিক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু ।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বলেন ,বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে যে বিরুপ কৃষির আবির্ভাব ঘটছে এই প্রকল্পের মাধ্যমে এর প্রতিকারে ভূমিকা রাখা সম্ভব এবং তিনি ব্যাপকভাবে কৃষকদের মাঝে এ টেকনোলজি ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
প্রকল্পের পরিচালক ড. মোহাম্মাদ কামরুজ্জামান মিলন জানান, "এনসিসি ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় দেশের চারটি কৃষি পরিবেশ অঞ্চলে এই যন্ত্রের কার্যকারিতা পরীক্ষার জন্য গবেষণা চলছে। মাটির ৭-৮ সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করলে সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় হয়। পাশাপাশি, মাটির গভীরে সার প্রয়োগের ফলে নাইট্রাস অক্সাইড নির্গমন হ্রাস পায়, যা পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি একটি ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি; ধান চাষে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ রোধে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম"
উল্লেখ্য, প্রতি ঘণ্টায় ১ বিঘা জমিতে সার প্রয়োগ করতে সক্ষম এই যন্ত্রটি সহজে ব্যবহারযোগ্য। সাশ্রয়ী মূল্যে মাত্র ১০হাজার টাকায় এটি বাজারে পাওয়া যাচ্ছে।