মৎস্য খাতে অভিজ্ঞতা, দক্ষতা ও গবেষণার মেলবন্ধনের কারিগর সাইফি নাসির

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের মৎস্য খাতের উন্নয়নে মাঠ পর্যায় থেকে গবেষণা পর্যন্ত দীর্ঘ সময় ধরে দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া একজন প্রতিশ্রুতিশীল তরুন পেশাজীবি সাইফি নাসির। তিনি সম্প্রতি আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)”-এ এজিএম, সেলস এন্ড টেকনিক্যাল (ফিস ফিড) পদে যোগদান করেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ঢাকা হেড অফিসে কর্মরত আছেন।

সাইফি নাসির টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর শিক্ষাজীবন শুরু হয় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। ২০০০ সালে তিনি এসএসসি এবং ২০০২ সালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে ভর্তি হন এবং যথাক্রমে ২০০৯ সালে অনার্স এবং ২০১১ সালে মেরিন সায়েন্স এন্ড ফিসারিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। উভয় পরীক্ষাতেই তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে অনার্সে সপ্তম এবং মাস্টার্সে দ্বিতীয় স্থান অধিকার করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ২০১১ সালে এসএমএস ফিডস লিমিটেডে যোগ দেন। ২০১২ সালে তিনি প্যারাগন গ্রুপ -এর সাথে যুক্ত হয়ে যশোর ও চট্টগ্রামে ফ্যাক্টরি ও ফিল্ড পর্যায়ে সমান দক্ষতায় কাজ করে প্রতিষ্ঠানটির সুনাম অর্জন করেন। সেখানে তিনি ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে, ২০১৮ সালে তিনি আর আর পি এগ্রো ফার্মস -এ ফিসারিজ ডিপার্টমেন্ট প্রধান হিসেবে নিয়োগ পান।

২০১৯ সালে তিনি আন্তর্জাতিক পরিসরে নিজেকে তুলে ধরেন। থাইল্যান্ডের Kasetsart University -এর অধীনে Department of Fisheries থেকে Aqua Feedmill & Nutrition বিষয়ে বিশেষায়িত কোর্সে দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২১ সালে তিনি নেপালের বিরাট ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড -এ অ্যাকোয়া নিউট্রিশন ও অ্যাকোয়াকালচার এক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালে তিনি দেশে ফিরে এসে পুনরায় আর আর পি এগ্রো ফার্মস-এ অ্যাকোয়া হেড পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

মৎস্য খাতকে একটিটেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে নিজের মেধা, অভিজ্ঞতা ও গবেষণাভিত্তিক চিন্তা কাজে লাগিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাইফি নাসির। পেশাগত সফলতার পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনেও একজন দায়িত্বশীল মানুষ। তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।

তার নতুন পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই নিবেদিতপ্রাণ পেশাজীবি।