এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের স্বনামধন্য ফিড কোম্পানি আর.বি. এগ্রো লিমিটেড (চেরিশ ফিড) তাদের টেকনিক্যাল সার্ভিস (পোলট্রি, ক্যাটল ও ফিস) বিভাগের জন্য জনবল নিয়োগ দিচ্ছে। পোলট্রি ও ক্যাটলের টেকনিক্যাল সার্ভিসের জন্য মোট ১২টি পদের জন্য এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের ডিভিএম ডিগ্রি থাকতে হবে এবং প্যাথলজি অথবা মেডিসিন বিষয়ে এমএসসি ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। এই পদের জন্য প্রার্থীদের ফিড ইন্ডাস্ট্রিতে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা** থাকতে হবে।
অন্যদিকে, ফিসারিজ টেকনিক্যাল সার্ভিস পদের জন্য ১০ জন নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের বিএসসি বা এমএসসি ইন ফিশারিজ ডিগ্রি থাকতে হবে। উভয় পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো জায়গায়।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পাঠানো যাবে WhatsApp (01531198459) নম্বরে অথবা ইমেইল: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ঠিকানায়।