এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের পোল্ট্রি শিল্পের আধুনিকায়ন ও খামার ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সমাধান নিশ্চিত করতে বায়ো কেয়ার এগ্রো লিমিটেড-এর উদ্যোগে টাঙ্গাইলের ভিক্টোরিয়া ফুড অ্যান্ড পার্টি জোনে এক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রায় ৫০ জন খামার মালিক, ফিড মিল মালিক, ভেটেরিনারিয়ান অংশগ্রহণ করেন এ আয়োজনে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বায়ো কেয়ার-এর ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব শরীফ হোসেন সুমন। সঞ্চালনায় ছিলেন বায়ো কেয়ার-এর ডিএসএম ডা. শামীম রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের স্থানীয় পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা। আরো উপস্থিত ছিলেন সিনিয়র ডিএসএম মো:শাহ আলম।
বিশ্বমানের স্বাস্থ্য ও পুষ্টি সমাধানে পার্টনার প্রতিষ্ঠান হিসেবে উপস্থিত ছিলেন LANXESS Germany এবং SAIFE VETMED Private Limited। LANXESS-এর পক্ষ থেকে Mr. Shree Prakash ও SAIFE VETMED-এর পক্ষ থেকে রাহুল দেব ও Dr. Alivia Chowdhury প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও নতুন পণ্যের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভিডি কলে বায়ো কেয়ার এগ্রো লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো: সাখাওয়াত হোসন যুক্ত ছিলেন।
সেমিনারে পোল্ট্রির রোগ প্রতিরোধ, খাদ্য হজম, পুষ্টি শোষণ এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে প্রো-অ্যাকটিভ অ্যাডিটিভ ও উদ্ভাবনী ফিড সলিউশন নিয়ে প্রযুক্তিগত উপস্থাপনা করা হয়। বায়ো কেয়ার এগ্রো লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত নতুন পণ্য Mentofin from Lanxess Germany, Early 3Cs from SAIFE VETMED নিয়ে আলাচনা করা হয়। বর্তমান বাজারে খামারিদের উৎপাদন ব্যয় কমাতে এবং মুনাফা বাড়াতে সহায়ক হবে বলে জানান বিশেষজ্ঞরা।
স্থানীয় খামারিরা আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন এবং ভবিষ্যতে খামার পরিচালনায় আরো কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।