“সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫" রয়েছে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মাৎস্যবিজ্ঞান অনুষদের এক যুগপূর্তি উপলক্ষে আগামী ২৯ ও ৩০ এপ্রিল আয়োজন করা হচ্ছে দেশের মৎস্য খাতের অন্যতম বৃহৎ আয়োজন “সিভাসু ফিশ ফেস্টিভ্যাল ২০২৫”। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেগা ইভেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশের নানা মহলে জাগ্রত হয়েছে আগ্রহ ও উৎসাহের জোয়ার।

ফেস্টিভ্যালের অন্যতম বড় আকর্ষণ হচ্ছে চাকুরী মেলা। ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ৬১টি কোম্পানির ১৫৮ জন প্রতিনিধি সুসজ্জিত স্টলে প্রদর্শন করবেন তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন। পাশাপাশি, চাকুরী প্রত্যাশীদের জন্যও থাকছে সুযোগ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলো জীবনবৃত্তান্ত সংগ্রহ করবে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে।

নতুন গ্র্যাজুয়েট এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে আগ্রহীদের জন্য এটি হতে পারে এক সোনালী সুযোগ, যেখানে আগ্রহীরা তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি পছন্দের প্রতিষ্ঠানে ক্যারিয়ার শুরু করার পথ উন্মুক্ত হবে বলে আশা করছেন আয়োজকরা।