নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: সাগরের গর্জনের মাঝেও শুক্রবার বিকেলটা একটু অন্যরকম ছিল কক্সবাজার সৈকতে। কারণ, পুষ্টিরাজ ফিড সেলস্ টিমের আয়োজনে জমে উঠেছিল এক চমকপ্রদ নানা আয়োজন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রাণভরে মেতেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেলস্ টিমের সদস্যরা।
কথা হয় সেলস্দু টিমের একাধিক সদস্যের সাথে তারা বলেন, “সারাবছর গ্রাহকসেবা আর বিক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যস্ত থাকি। আজকের এসব আনন্দ আয়োজন যেন আমাদের এক নতুন জীবনীশক্তি দিলো।” “খেলার চেয়ে বড় ছিল আমাদের মিলনমেলা। সৈকতের বালুকায় দৌড়ে বেড়ানো, হেসে খেলে একসঙ্গে সময় কাটানোএই মুহূর্তগুলো সত্যিই স্পেশাল কিছু।”
"পুষ্টিরাজ ফিড" সেলস্ টিম সদস্যরা বলেন, খেলার বাইরেও সৈকতের সৌন্দর্য ও প্রশান্তি মন ছুঁয়ে গেছে অনেকেরই। “সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এই প্রথম দেখা এর অনুভূতি বলে বোঝানো যাবে না, শুধু উপভোগ করতে হয়।” “ব্যস্ত জীবনের বাইরে এসে আমরা একে অন্যকে নতুনভাবে চিনতে পারছি। এই রকম আয়োজন বারবার হওয়া দরকার।”
প্রকৃতির মাঝে এই আনন্দঘন দিনটি সবাইকে যেমন সতেজ করেছে, তেমনি টিম স্পিরিটও আরও জোরদার করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। সামনের দিনগুলোতে এমন আরও আয়োজনের আশা করেন "পুষ্টিরাজ ফিড" সেলস্ টিম প্রত্যেক সদস্যরা।