বিশেষ প্রতিবেদক: খামার থেকে ভোক্তা সবার জন্য নিরাপদ ও মানসম্পন্ন প্রাণিজ প্রোটিনের নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ "পুষ্টিরাজ ফিড" ব্র্যান্ড খ্যাত আরমান ফিডস এন্ড ফিশারিজ লি:। এই লক্ষ্যকে সামনে রেখে ২৫ ও ২৬ এপ্রিল কক্সবাজারের নয়নাভিরাম সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল লং বিচ-এ অনুষ্ঠিত হয় কোম্পানির সেলস কনফারেন্স–২০২৫।
দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন রিজিওনের সেলস টিম সদস্যরা অংশগ্রহণ করেন। ২৬ এপ্রিল পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলস এন্ড মার্কেটিং এর কনসালট্যান্ট ডাঃ শাহাবুদ্দিন আহমেদ
অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ডিরেক্টর মোঃ আরমান হোসেন বলেন, “আমরা শুধু একটি কোম্পানি নই, আমরা একটি পরিবার। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং ভোক্তার জন্য নিরাপদ প্রাণিজ প্রোটিন নিশ্চিত করা।”
বিশেষ অতিথির বক্তব্যে সিইও কৃষিবিদ হাবিবুর রহমান খান জানান, “দেশের প্রান্তিক খামারিদের সেবা দেওয়াই আমাদের মূল দায়িত্ব। আমরা সেই দায়িত্ব সততার সাথে পালন করে যাচ্ছি এবয় আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ।”
এডভাইজার মোহাম্মদ মহি উদ্দিন বলেন,“পুষ্টিরাজ একটি ব্র্যান্ডের নাম নয়, এটি একটি মানের প্রতিশ্রুতি। এই ব্র্যান্ডের পেছনে আছে একদল পরিশ্রমী ও স্বপ্নবাজ মানুষের হাত।”
সেলস কনফারেন্সে আগামী বছরের মার্কেটিং নীতিমালা, বিক্রয় লক্ষ্যমাত্রা ও কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সম্মেলনে সফল টিমদের পুরস্কৃত করা হয় এবং আকর্ষণীয় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন ছিল বিশেষ আকর্ষণ।
উল্লেখ্য,১৬ জানুয়ারি ২০২০ সালে জনাব মোশাররফ হোসেন-এর নেতৃত্বে “পুষ্টিরাজ” ব্র্যান্ড নিয়ে যাত্রা শুরু করে আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড। তার দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ম্যানেজমেন্ট ও প্রতিশ্রুতিশীল কর্মীদের সম্মিলিত প্রয়াসেই কোম্পানিটি আজ দেশের ফিড ইন্ডাস্ট্রিতে একটি নির্ভরযোগ্য নাম।