"পরিশ্রম ও সততাই সফলতার চাবিকাঠি" "পুষ্টিরাজ ফিড" সেলস কনফারেন্সে মহি উদ্দিন

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

বিশেষ প্রতিনিধি:"সততা ও পরিশ্রমের সমন্বয়েই সফলতা নিশ্চিত। জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য ধরা দেবে।" এই বার্তা দিয়ে আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেডের ("পুষ্টিরাজ ফিড") সেলস টিমকে অনুপ্রাণিত করেছেন কোম্পানির এডভাইজার মোহাম্মদ মহি উদ্দিন।

শনিবার (২৬ এপ্রিল) কক্সবাজারের বালুকাময় সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল লংবিচ এ অনুষ্ঠিত হয় "আরমান ফিডস সেলস কনফারেন্স-২০২৫"। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোম্পানির ডিরেক্টর মোঃ আরমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে সিইও কৃষিবিদ হাবিবুর রহমান খান উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের কনসালট্যান্ট ডাঃ শাহাবুদ্দিন আহমেদ।দুই দিনব্যাপী (২৫-২৬ এপ্রিল) এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের সেলস প্রতিনিধিরা অংশ নেন।

মহি উদ্দিন তার বক্তব্যে বলেন, "জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। তেমনি, কোম্পানির উন্নতির জন্য সেলস টিমকে অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আপনারা সবাই কোম্পানির প্রাণ। মেধা, প্রজ্ঞা ও সততা দিয়ে 'পুষ্টিরাজ' ফিডকে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডে পরিণত করুন।"

কনফারেন্সে সেলস টিমের সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কৌশলগত সেশনের আয়োজন করা হয়, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে বাজার সম্প্রসারণ করতে পারেন।