“পুষ্টিরাজ ফিড সেলস কনফারেন্স ২০২৫”-অনুপ্রেরণার আলো ছড়ালেন তোফাজ্জেল খান

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

বিশেষ প্রতিনিধি: সাফল্যের গল্প তখনই অনুপ্রেরণা হয়ে ওঠে, যখন তা পরিশ্রম, নিষ্ঠা ও নিরন্তর লক্ষ্যচিন্তার ফল। আরমান ফিডস-এর রংপুর জোনের এসিস্ট্যান্ট ম্যানেজার তোফাজ্জেল খান ঠিক তেমনই এক গল্পের নায়ক। ২০২৪ সালে অসামান্য বিক্রয় প্রবৃদ্ধি ও গ্রাহক সেবায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয় 'সেলসম্যান অব দ্যা ইয়ার'

কক্সবাজারের সমুদ্রতীরবর্তী হোটেল লং বিচ-এ অনুষ্ঠিত “আরমান ফিডস সেলস কনফারেন্স ২০২৫” তাকে এ খেতাবে ভূষিত করা হয়। দুই দিনব্যাপী (২৫-২৬ এপ্রিল) এই জমজমাট সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস প্রতিনিধিরা।

তোফাজ্জেল খান শুধু লক্ষ্যমাত্রা পূরণেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি স্থানীয় খামারিদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, সমস্যা সমাধানে এবং ফিড ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে কোম্পানির "পুষ্টিরাজ ফিড"ব্র্যান্ড ইমেজকে এক নতুন উচ্চতায় নিয়ে যান।

অনুষ্ঠানে আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড-এর উর্ধতন কর্মকর্তারা বলেন, এই অর্জন আমাদের প্রত্যেক সেলস অফিসারের জন্য উদাহরণস্বরূপ। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যে অবিচলতা আমাদের অনুপ্রাণিত করেছে।”

তোফাজ্জেল খান নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, " এই স্বীকৃতি আমার একার নয় এটি আমার টিম, আমার অঞ্চলের খামারি ভাইদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। সামনের দিনগুলোতেও আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যেতে চাই। পুরস্কার হিসেবে তিনি একটি সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং তিন রাত-চার দিনের মালয়েশিয়া ভ্রবনের সুযোগ পেয়েছেন।