এগ্রিলাইফ প্রতিবেদক, কক্সবাজার: খ্যাতনামা ফিড কোম্পানি "পুষ্টিরাজ ফিড"-এর সেলস কনফারেন্স–২০২৫-এ "বেস্ট টেকনিক্যাল সার্ভিস অফিসার–২০২৪" হিসেবে স্বীকৃতি পেয়েছেন ময়মনসিংহ জোনের টেকনিক্যাল সার্ভিস অফিসার ডাঃ মোঃ সাফিউল ইসলাম। পুরস্কার হিসেবে তিনি একটি সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং তিন রাত-চার দিনের মালয়েশিয়া ভ্রবনের সুযোগ পেয়েছেন।
কক্সবাজারের হোটেল লং বিচে ২৫ ও ২৬ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিক্রয় প্রতিনিধি ও ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তিতে আবেগাপ্লুত ডাঃ মোঃ সাফিউল ইসলাম বলেন, "এটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত। পুষ্টিরাজ ফিডের পাশে থেকে কৃষক ও গ্রাহকদের সেবা করতে পেরে আমি আনন্দিত। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।" তিনি তার সাফল্যের কৃতিত্ব দেন তার টিম ও কোম্পানির ম্যানেজমেন্টকে। "টেকনিক্যাল সার্ভিসের ক্ষেত্রে সঠিক নির্দেশনা ও টিমওয়ার্কই সফলতার মূল চাবিকাঠি," যোগ করেন তিনি।
পুষ্টিরাজ ফিড কর্তৃপক্ষ বলেন, " ডাঃ মোঃ সাফিউল ইসলাম অক্লান্ত পরিশ্রম ও গ্রাহকসেবার মনোভাব কোম্পানির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার এই অর্জন অন্য কর্মীদেরও উৎসাহিত করবে।"