এগ্রিলাইফ২৪ ডটকম: মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশের সুপরিচিত গবেষণা ভিত্তিক কৃষিশিল্প প্রতিষ্ঠান জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড এবং ভারতের গবেষণা ভিত্তিক অন্যতম কৃষিশিল্প প্রতিষ্ঠান ডিসিএম শ্রীরাম লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে উন্নত কৃষি প্রযুক্তি, মানসম্পন্ন বীজ উৎপাদন, সার, ক্রপ প্রটেকশন এবং চুক্তিভিত্তিক কৃষি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে যৌথভাবে কাজ করবে উভয় প্রতিষ্ঠান।
এই MoU-এর আওতায় দুই কোম্পানি বীজ ফসলসহ অন্যান্য কৃষিপণ্যের গবেষণা, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিপননে পারস্পরিক সহায়তা করবে। এর ফলে বাংলাদেশের কৃষকরা উন্নত জাতের বীজ এবং আধুনিক চাষ পদ্ধতির সুবিধা গ্রহণ করতে পারবেন।
জায়েন্ট এগ্রো প্রসেসিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ এম. হাসান এবং ডিসিএম শ্রীরাম লিমিটেড-এর আন্তর্জাতিক কৃষি বিপনন বিভাগ প্রধান জনাব রাজেশ গুপ্তা উভয় প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। জায়েন্ট এগ্রো প্রসেসিংয়ের পক্ষে সক্রিয় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার- এগ্রিবিজনেস কৃষিবিদ ড. মোঃ নূর জাহিদ এবং ডিসিএম এর কান্ট্রি ম্যানেজার জনাব আব্দুল মান্নান। উভয় পক্ষই ভবিষ্যতে এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন।
এই সমঝোতা স্মারক দুই দেশের কৃষি উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা যাচ্ছে।