সিলেট অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মো. জুলফিকার আলী: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে বিভাগীয় মাসিক সভা অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট এর সম্মেলন কক্ষে আজ ৭ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় কৃষিবিদ ড. মো: মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভা শুরুতে সভাপতি উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান এবং গত সভার কার্যপত্র অনুযায়ী সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবাযনের করার উপস্থিত কর্মকর্তাবৃন্দ আহবান জানান।

তিনি বক্তব্যে বলেন- সিলেট অঞ্চল কৃষির জন্য অনেক সম্ভবনাময় একটি অঞ্চল, সঠিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সামনে অগ্রসর হলে অনাবাদি পতিত জমি ও টিলা চাষের আওতায় আনা সম্ভব। তিনি এ অঞ্চলের শস্যের নিবিড়তা ও শস্য বৈচিত্র্যতা আনয়নে কাজ করতে এবং সেচ ও সার ব্যবস্থাপনা বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

চলতি খরিফ-১ মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ ও লক্ষ্যমাত্রা এবং অগ্রগতি বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন- কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট; কৃষিবিদ মো: আকতারুজ্জামান উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ; কৃষিবিদ মো: উমর ফারুক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ; কৃষিবিদ মো: জালাল, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার; কৃষিবিদ ড. মোছ: কহিনূর, বেগম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট।

উক্ত সভায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ডিএই, এআইএস, বারি, ব্রি, বিনা, এসআরডিআই, কৃষি বিপনন অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসি বীজ ও সার, সেচ এবং চলমান সকল প্রকল্প মনিটরিং অফিসার, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পসহ অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।