কৃষিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মোঃ গোলাম আরিফ: কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা’র আয়োজনে কৃষিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০৬ মে ২০২৫ সকাল ১০ টায় অত্র কার্যালয়ের প্রশিক্ষণ হলে ০২ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; এ এফ এম গোলাম ফারুক হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা; কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, পাবনা; কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (শস্য), ডিএই, পাবনা; মুহাম্মদ ফেরদৌস ইকবাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ, বিনা উপকেন্দ্র, ঈশ্বরদী; কৃষিবিদ মোঃ খালেদীন আনাম, সহকারী তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস,পাবনা; মোসাররাত জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, পাবনা সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণে কৃষির আধুনিক তথ্য প্রযুক্তি সম্প্রসারণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা; এয়ার ফ্লো চেম্বার স্থাপনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ; বালাইনাশকের সঠিক ব্যবহার, ফল ও সবজি ফসলের রোগ-বালাই দমন ব্যবস্থাপনা; উচ্চ মূলের ফসল চাষ ও উদ্যান ফসলের মাধ্যমে কৃষি উদ্যোক্তা তৈরী; বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ; বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান ও আঙ্গিনা কৃষির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ; মাটির স্বাস্থ্য সুরক্ষায় মৃত্তিকা নমুনা সংগ্রহ ও মাটি পরিক্ষার মাধ্যমে সুপারিশ অনুযায়ী সার প্রদান; ফসলের অত্যবশ্যকীয় পুষ্টি উপাদান এর প্রয়োজনীয়তা, অভাব জনিত লক্ষণ এবং প্রতিকার; বিভিন্ন মোবাইল এ্যাপস ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল; কৃষি তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের কার্যক্রম জোরদারে করনীয় বিষয়সমূহের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

২ দিনব্যাপী এ প্রশিক্ষণ ০৬ মে শুরু হয়ে ০৭ মে শেষ হয়। পাবনা জেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রর ৩০ জন সদস্যবৃন্দ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।