বায়ো কেয়ার এগ্রো’র সেলস কনফারেন্সে নতুন প্রযুক্তি ও পণ্য নিয়ে আলোচনা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম প্রতিনিধি:বায়ো কেয়ার এগ্রো লিমিটেড-এর উদ্যোগে (৯ ও ১০ মে) দুই দিনব্যাপি, কক্সবাজারের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো ২০২৪-২০২৫ অর্থবছরের অর্ধ-বার্ষিক সেলস কনফারেন্স। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০ জন বিক্রয় কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মিসেস রওশন জাহান, ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো: সাখাওয়াত হোসেন, ন্যাশনাল সেলস ম্যানেজার জনাব শরীফ হোসেন সুমন, সিনিয়র সিনিয়র ডিএসএম মো: শাহ আলম।

বিশ্বমানের স্বাস্থ্য ও পুষ্টি সমাধানে আন্তর্জাতিক পার্টনার প্রতিষ্ঠান YANTAI JINHAI PHARMACEUTICAL CO. LTD. থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন Mr. Zhao Cheng Xin (Mike) ও Ms. Yuan Ying (Wendy)।

ডা. শামীম রহমান-এর সঞ্চালনায় সম্মেলনে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং নতুন পণ্যের কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা হয়। অংশগ্রহণকারী কর্মকর্তারা পণ্যের মান ও প্রযুক্তিগত দিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন এবং তা মাঠ পর্যায়ে খামারীদের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।