রাজশাহী অঞ্চলের কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মো. এমদাদুল হক: আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার খরিপ-২ মৌসুমের কর্মপরিকল্পনা উপস্থাপন ও আলোচনা করা হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়াও কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা খরিপ-২ মৌসুমের সম্ভাব্য ফসল উৎপাদন লক্ষ্যমাত্রা, নতুন প্রযুক্তির প্রয়োগ, উন্নত জাতের ব্যবহার এবং কৃষি বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় কৃষিবিদ ড. মো. আজিজুর রহমান বলেন, “নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করলে জমির সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে।” তিনি আরও বলেন, “উচ্চফলনশীল ও রোগবালাই প্রতিরোধী জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন সম্ভব।”

সভায় খাদ্য উৎপাদন, বিপণন ও কৃষির নতুন প্রযুক্তি বিষয়ে মুক্ত আলোচনা হয় এবং কৃষি কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।