জাতীয় রাজস্ব বোর্ডে তালিকাভুক্ত কর আইনজীবী হলেন মোহাম্মদ আলী আর্শ্বাদ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: পোল্ট্রি শিল্পে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এনাম হ্যাচারি এন্ড ফিডস্ লিঃ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী আর্শ্বাদ কর আইনজীবী হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তালিকাভুক্ত হয়েছেন। সম্প্রতি কর আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।

এ উপলক্ষে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পেশাগত জীবনে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সেবা ও পরামর্শ প্রদানে তিনি সদা তৎপর থাকবেন। পাশাপাশি সহকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

কর সংক্রান্ত সেবা পেতে যোগাযোগ করুন : ০১৭৭০-৩৪৫-৩৩৯