মৎস্য ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ করে উৎপাদন বাড়াতে হলে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধি করতে হবে-সিকৃবি ভিসি

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন,বাংলাদেশে গবাদিপশু,হাঁস-মুরগি ও মাছে যে সকল জীবাণু রোগ সৃষ্টি করে সেগুলো থেকে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদন করলে তাদের কার্যকারিতা শতভাগ বেশি হবে। তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশে ভ্যাকসিন খাতে প্রায় ৭.৫ হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ থাকলেও স্থানীয় পর্যায়ে স্বল্প পরিমাণ উৎপাদন ও আমদানির মাধ্যমে ৩.৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়ে থাকে । অথচ সরকারি ও বেসরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে ভ্যাকসিন উৎপাদন করতে পারলে গবাদিপশু,হাঁস-মুরগি ও মাছের রোগ প্রতিরোধ করে উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব।

১৭ অক্টোবর (শুক্রবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)জীব বিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কারেন্ট রিসার্চ, ইনোভেশনস অ্যান্ড ফিউচার পার্সপেকটিভস প্রতিপাদ্য নিয়ে ২ দিনব্যাপী জীব বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পৃষ্ঠপোষক ও কি-নোট স্পিকার এর বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এসব কথা বলেন।

সম্মেলনে মাইক্রোবিয়াল এনভারনমেন্টাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম।