‘অ্যাওয়ার্ড উইনার্স ২০২৪’: "পুষ্টিরাজ" ফিড কর্মকর্তাদের মালয়েশিয়া ভ্রমণ

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: কর্মদক্ষতার স্বীকৃতি ও সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে সম্প্রতি "পুষ্টিরাজ" ফিড ব্র্যান্ড খ্যাত আরমান ফিডস্ অ্যান্ড ফিশারিজ ফিশারিজ লিমিটেড-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘অ্যাওয়ার্ড উইনার্স ২০২৪’-দের মালয়েশিয়া সফর। পাঁচ দিনের এই বিদেশ ভ্রমণ কর্মজীবনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছে কর্মকর্তাদের মাঝে।

এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন বেস্ট জোনাল ম্যানেজার: মোঃ ফেরদৌস জামান, হাইয়েস্ট সেলার:মোঃ ফজলুল করিম সিদ্দিকী, মোস্ট প্রফিটেবল সেলসম্যান:মোঃ জয়নাল আবেদীন, বেস্ট টেকনিক্যাল সার্ভিসেস অফিসার: ডা. মোঃ সাইফুল ইসলাম, ম্যান অব দ্য ইয়ার: মোঃ তোফাজ্জল খান। এছাড়া সফরে কোম্পানির এজিএম বিপ্লব কুমার অধিকারীও অংশগ্রহণ করেন।

পাঁচ দিনের এই সফরে তারা পরিদর্শন করেন মালয়েশিয়ার বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো। এর মধ্যে ঐতিহাসিক মালাক্কা সিটি, মনোমুগ্ধকর জেন্টিং হাইল্যান্ড, দৃষ্টিনন্দন বাতু কেভস এবং আধুনিক স্থাপত্যের প্রতীক কুয়ালালামপুর সিটি ও পুত্রাজায়া। তারা জেন্টিং হাইল্যান্ডের বিখ্যাত কেবল কার রাইড উপভোগ করেন, যা তাদের সফরে এক অনন্য রোমাঞ্চ ও আনন্দ যোগ করে।

অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এই ভ্রমণ তাদের কর্মজীবনে নতুন করে উদ্দীপনা ও প্রেরণা এনে দিয়েছে। তারা বলেন, কোম্পানির পক্ষ থেকে এমন সম্মান ও পুরস্কার প্রাপ্তি তাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ ও মনোযোগী করেছে । ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে কোম্পানির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

ম্যান অব দ্য ইয়ার মোঃ তোফাজ্জেল খান বলেন, “এই অ্যাওয়ার্ড ও বিদেশ ভ্রমণ আমাদের সবার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। এটি আমাদের কাজের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতি আরও গভীর করেছে।”

পুষ্টিরাজ ফিডসের এই উদ্যোগ শুধূ সাফল্যের স্বীকৃতি বা পুরস্কার নয়, এটি নতুন প্রেরণার উৎস। এমন অনুপ্রেরণামূলক আয়োজন ভবিষ্যতে অন্য কর্মকর্তাদেরও আরও নিষ্ঠা ও উদ্যম নিয়ে কাজ করতে উৎসাহিত করবে বলে মনে করেন সফরকারী কর্মকর্তারা।