আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য গৌরব অর্জন করলেন-পুষ্টিবিদ সাইফি নাসির

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ প্রতিবেদক: বাংলাদেশের মৎস্য ও অ্যাকোয়াকালচার সেক্টরে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাইফি পুষ্টিবিদ নাসির। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন নেপাল ফিসারিজ সোসাইটি’র লাইফ টাইম মেম্বারশিপ। এটি শুধু তার ব্যক্তিগত গৌরব নয়, বরং বাংলাদেশের মৎস্য পুষ্টিবিদ ও গবেষকদের জন্য এক বিশাল সম্মান ও প্রেরণার প্রতীক।

গত সাত বছর ধরে নেপালের ফিশারীজ সেক্টরে অ্যাকোয়া নিউট্রিশন ও অ্যাকোয়াকালচার নিয়ে কাজ করছেন পুষ্টিবিদ সাইফি নাসির। তার অবদানের ফলে দেশটিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষের প্রসার ঘটেছে এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থায় এসেছে গুণগত পরিবর্তন। তার এ ধারাবাহিক কর্মনিষ্ঠা ও গবেষণাভিত্তিক অবদানকে স্বীকৃতি জানিয়ে নেপাল ফিসারিজ সোসাইটি তাকে সাধারণ সদস্য থেকে আজীবন সদস্যপদে উন্নীত করে। শুক্রবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

টাংগাইলের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া পুষ্টিবিদ সাইফি নাসির ২০০০ সালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে ভর্তি হয়ে ২০০৯ সালে অনার্স ও ২০১১ সালে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারীজ বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন উভয় পরীক্ষাতেই প্রথম বিভাগে সাফল্যের স্বাক্ষর রেখে যথাক্রমে সপ্তম ও দ্বিতীয় স্থান অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি এসএমএস ফিডস লিমিটেডে যোগ দেন এবং পরে প্যারাগন গ্রুপে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে আর আর পি এগ্রো ফার্মস-এর ফিশারীজ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে থাইল্যান্ডের Kasetsart University-এর অধীনে “অ্যাকোয়া ফিডমিল অ্যান্ড নিউট্রিশন” বিষয়ে কোর্স সম্পন্ন করে দ্বিতীয় স্থান অর্জন করেন।

২০২১ সালে তিনি নেপালের বিরাট ফিড ইন্ডাস্ট্রি লিমিটেডে অ্যাকোয়া নিউট্রিশন ও অ্যাকোয়াকালচার এক্সপার্ট হিসেবে কাজ করেন এবং ২০২২ সালে দেশে ফিরে পুনরায় আর আর পি এগ্রো ফার্মস-এ অ্যাকোয়া হেড হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর বি এগ্রো লিমিটেড (কেজিএস গ্রুপ)-এ এজিএম, সেলস অ্যান্ড টেকনিক্যাল-ফিস ফিড পদে ঢাকা হেড অফিসে কর্মরত।

নেপাল ফিসারিজ সোসাইটি দক্ষিণ এশিয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণা, পুষ্টি, কালচার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখে। পুষ্টিবিদ সাইফি নাসিরের মেধা, অধ্যবসায় ও আন্তর্জাতিক সহযোগিতার মানসিকতা এই স্বীকৃতির যোগ্যতা এনে দিয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তার এই অর্জনে বাংলাদেশের সমগ্র অ্যাকোয়াকালচার ও ফিড ইন্ডাস্ট্রিতে আনন্দের বন্যা বয়ে গেছে। সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই গর্বভরে জানাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা।

পুষ্টিবিদ সাইফি নাসিরের এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের মৎস্য সেক্টরকে নতুনভাবে বিশ্বের দরবারে তুলে ধরবে এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।