
এগ্রিলাইফ২৪ ডটকম: "ইগনাইট টুগেদার, উইন টুগেদার" প্রত্যয়কে বুকে ধারন করে বগুড়ায় এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডের বগুড়া রিজিয়নের বর্ণাঢ্য এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার আরডিএ-তে গতকাল শনিবার (১৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের বোর্ড অব ডিরেক্টরগন প্রায় সকলেই উপস্থিত ছিলেন।
বিজনেস ম্যাপিং ও ফিউচার ড্রিম নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর জনাব অন্জন মল্লিক। সিইও এবং বোর্ড অব ডিরেক্টর জনাব মোহাম্মদ শাহিনশাহ প্রোগ্রামের মূল থীম নিয়ে কথা বলেন। তিনি বলেন, কিভাবে বিজনেসকে এগিয়ে নিতে হয় আর গতিশীল রাখতে হয়। তিনি প্রানি স্বাস্থ্য সুরক্ষায় ইনোভেশন ও আধুনিক প্রযুক্তির ব্যাবহার নিয়ে এভারেস্ট এগ্রোজেনিক্স কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ।
এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের বোর্ড অব ডিরেক্টরদের অন্যতম সদস্য ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ জাকির হোসেন বলেন, কোন কোম্পানিকে এগিয়ে নিতে গেলে এবং বিজনেসকে সাসটেইনেবল করতে হলে অবশ্যই টিম বন্ডিংকে গুরুত্ব দিতে হবে।
বাৎসরিক এই রিজওনাল মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডের হেড অব সেলস্ জনাব রফিক আহমেদ। তিনি আগামীর সেলস্ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। পোর্টফলিও নিয়ে কথা বলেন, মার্কেটিং ম্যানেজার জনাব ওহিদুল ইসলাম ও এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব আশিকুর রহমান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব ডা. মোহাম্মদ মিজানুর রহমান কামাল, আরএসএম বগুড়া। ইন্টারনাল মার্কেটিং অফিসারদের ডেভলপমেন্টের অংশ হিসাবে রিজিওনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার পদোন্নতির পাশাপাশি সাইন্টিফিক এক্সিকিউটিভ ও এমপিওদেরকে পুরস্কৃত করার মধ্য দিয়ে সুন্দর এই মিলনমেলার পরিসমাপ্তি হয়।