
এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর নগরীর জেএফসি রেস্টুরেন্টে স্কয়ার এগ্রোভেট-এর আয়োজনে প্রাইভেট ভেট ডক্টরস এসোসিয়েশন (জামালপুর–শেরপুর জেলা)-এর উদ্যোগে ভেটেরিনারি চিকিৎসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক জনাব ডাঃ আব্দুর রাজ্জাক। সেমিনারে চলমান সময়ে লার্জ অ্যানিমেল ও পোল্ট্রিতে বেশি দেখা দেওয়া ভাইরাল, ব্যাকটেরিয়াল ও প্যারাসাইটিক রোগ, কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এবং Evidence-based চিকিৎসা প্রটোকল নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়।
সেমিনারে বক্তারা মাঠ পর্যায়ে দ্রুত রোগ শনাক্তকরণে Pen-side Test এর ব্যবহার, LSD ও FMD-এর সর্বশেষ কন্ট্রোল স্ট্রাটেজি, দুধ উৎপাদনকারী গরুর মেটাবলিক রোগ ব্যবস্থাপনা, এবং ক্যালভিং-সংক্রান্ত জটিলতার আধুনিক চিকিৎসা পদ্ধতি তুলে ধরেন। পোল্ট্রি সেক্টরে ND, IB, IBD ও কলিব্যাকটেরিওসিস প্রতিরোধে বায়োসিকিউরিটি শক্তিশালীকরণ, সঠিক ভ্যাকসিন ব্যবস্থাপনা, লিটার ম্যানেজমেন্ট এবং তাপমাত্রাজনিত স্ট্রেস কমানোর জন্য প্রায়োগিক টেকনিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এছাড়া Responsible Antibiotic Use, Withdrawal Period অনুসরণ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমাতে বিকল্প থেরাপি, প্রোবায়োটিক ও ইমিউনো–মডুলেটর ব্যবহারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো ভেটদের কাছে তুলে ধরা হয়। প্রান্তিক খামারিদের সাশ্রয়ী ও নিরাপদ উৎপাদনের জন্য Biosecurity SOP বাস্তবায়ন, রোগ দেখা দিলে সময়মতো স্যাম্পল পাঠানো, এবং সরকারি–বেসরকারি যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে বিশেষ আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন স্কয়ার এগ্রোভেটের জোনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ জনাব ডাঃ মাহবুবুর রহমান, যিনি রোগ ব্যবস্থাপনায় আধুনিক ডায়াগনস্টিক টুলস ও চিকিৎসা কৌশল তুলে ধরেন।
সেমিনারে জামালপুর ও শেরপুর জেলার মোট ৩০ জন প্রাইভেট ভেটেরিনারি চিকিৎসক অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা করেন, এই সেমিনারের মাধ্যমে মাঠ পর্যায়ে ভেটদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং প্রান্তিক খামারীরা নিরাপদ, বিজ্ঞানভিত্তিক ও উন্নতমানের চিকিৎসা সেবা পাবেন।